ব্লগার থেকে আপনার ফেসবুক পেজে অটো পোস্ট লিঙ্ক শেয়ার করুন

ওয়ার্ডপ্রেস থেকে ফেসবুক পেজে অটো পোস্ট শেয়ার করার সুব্যবস্থা থাকলেও ব্লগস্পটে তা নেই। তাই ব্লগস্পটের ব্লগারদের জন্য ফেসবুক পেজে পোস্ট শেয়ার করতে একটু অসুবিধা হয়।কিন্তু কথায় আছে যত মুশকিল তত আসান। আর এই সমস্যার সমাধান নিয়ে আমারর আজকের এই পোস্ট।
প্রথমে এখানে  ক্লিক করে সাইন আপ বা রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে সাইটে সাইন ইন বা লগ ইন করতে হবে।
তারপর এখানে ক্লিক করে যেকোনো একটি সিস্টেম পছন্দ করুন। তারপর আপনাকে ব্লগার সাইট এবং ফেসবুক পেজের সাথে ঐ সাইটের কানেক্ট করাতে হবে। এরপর থেকে যত গুলো পোস্ট করবেন দেখবেন সবগুলো পোস্ট আপনার কানেক্ট করা পেজে শেয়ার হয়ে গেছে।
একইভাবে আপনি অন্য যেকোনো সাইটের পোস্ট আপর যেকোনো সাইটে (ফেসবুক,টুইটার,লিঙ্কড ইন,টাম্বলার,পিন্টেরেস্ট,স্টাম্বলআপন,ব্লগার,ওয়ার্ডপ্রেস সহ আরো অনেক) অটো শেয়ার করতে পারবেন।
এজন্য আপনি সার্চ বক্সে "From Something To Something" এরকম ভাবে লিখে আপনার কাঙ্খিত অটো শেয়ার মাধ্যম পেতে পারেন। এছাড়াও এখান থেকে এবং নিজের পছন্দমত শেয়ার মাধ্যম বানিয়েও অটো শেয়ার করতে পারেন।
আমার পোস্টটি পছন্দ হলে শেয়ার করতে ভুলবেননা। ☺
Read More »

জিমেইল ইনবক্সে জমে থাকা সকল ই-মেইল ডিলেট করুন এক ক্লিকে !

জিমেইল ইউজারদের স্বাগত জানাচ্ছি আমার আজকের পোস্টে। আপনার জিমেইল অ্যাকাউন্টে কি জমে আছে হাজার হাজার মেইল? আপনি কি সব ইমেইল এক ক্লিকেই এবং খুব সহজেই ডিলেট করে ফেলতে চাচ্ছেন? আপনার জন্য নিয়ে এলাম সহজ ট্রিকসের বাংলা ভিডিও টিউটোরিয়াল। এখন আপনি খুব সহজেই আপনার জিমেইল অ্যাকাউন্টে জমে থাকা সকল মেইল রিমুভ করতে পারবেন মাত্র ১ মিনিটের মধ্যেই!
জিমেইল ইনবক্সে জমে থাকা সকল ই-মেইল ডিলেট করুন এক ক্লিকে !
আমাদের অনেকের পুরোনো ইমেইল অ্যাকাউন্ট থাকে অনেক সময়। কিন্তু বহুদিন পর ইমেইল অ্যাকাউন্টে লগিন করে দেখলেন, ইনবক্সে জমে গেছে অপ্রয়োজনীয় হাজার হাজার ইমেইল? এখন এই মেইলগুলো মুছে ফেলতে চাচ্ছেন?? কিন্তু এতোগুলো ইমেইল ম্যানুয়ালি ডিলেট করা অসম্ভব! আমরা জানি, জিমেইল ইনবক্সে প্রত্যেক পেজে ৫০টির মতো ইমেইল থাকে। অর্থাৎ ডিলেট করতে হলে আপনাকে এখন প্রতি ক্লিকে এই ৫০টি করে ইমেইল ডিলেট করতে হবে। আর এভাবে যদি আপনি ডিলেট করতে থাকেন, তাহলে ভেবে দেখেছেন কি, কতক্ষণ সময় নস্ট হতে পারে আপনার মেইলে জমে থাকা এই ইমেইলগুলো ডিলেট করতে? চিন্তা নেই, আছে স্মার্ট সল্যুশন।


জিমেইল অ্যাকাউন্টের ইনবক্স থেকে সকল ই-মেইল এক ক্লিকে ডিলেট করার পদ্ধতি আমি আজ আপনাদের সাথে সকল ইমেইল ডিলেট করার ট্রিকসটি ভিডিও টিউটোরিয়াল আকারে নিয়ে এসেছি। তাই আমার বাংলা ভিডিও টিউটোরিয়ালটি দেখলে আশা করি খুব সহজেই ট্রিকসটি বুঝবেন। তবুও, আপনাদের স্বার্থে সংক্ষেপে এবং এক নজরে ধাপগুলো নিচে উল্লেখ করছিঃ আপনার জিমেইল অ্যাকাউন্টে লগিন করুন। লগিন করার সময় একটি বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আমরা স্লো ইন্টারনেট ইউজাররা সাধারণত জিমেইল অ্যাকাউন্টটি Load Basic HTML অপশনে ওপেন করি। কিন্তু আজকের ট্রিকসটির জন্য আপনাকে অবশ্যই Standard Mode দিয়েই কাজ করতে হবে। ইনবক্সে লগিন করার পর, সার্চ বক্সে লিখুন before:2015/07/01 এবং সার্চ বাটন ক্লিক করুন। এই উল্লেখিত কমান্ডটি নিয়ে ভাবছেন? বুঝতে পারছেন না কমান্ডটি? যদিও ভিডিওতে আমি কমান্ডটি সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেছি। তবুও সংক্ষেপে বলছি, before:2015/07/01 এই কমান্ডটিতে আপনারা দেখতে পাচ্ছেন 2015/07/01 দারা একটি তারিখ বুঝানো হচ্ছে। এখানে লক্ষ্য করুন এই তারিখটি আজকের দিনের তারিখ। অর্থাৎ ২০১৫ সালের ১লা জুলাই। তাহলে তারিখটির ফরম্যাটটি বুঝে নিন। প্রথমে সাল, তারপর মাস এবং সবশেষে তারিখটি উল্লেখ হয়েছে। তাহলে পুরো কমান্ড থেকে আপনারা নিশ্চই অনুমান করতে পারছেন, before:2015/07/01 দ্বারা আমরা ২০১৫ সালের ১লা জুলাই তারিখের আগের সকল ইমেইল সার্চ করতেছি। যেহেতু আমরা সকল ইমেইল ডিলেট করতে চাই। চাইলে আপনি আপনার ইচ্ছেমত তারিখ বসাতে পারেন। অর্থাৎ আপনি যদি কোন নির্দিষ্ট তারিখের আগের সকল মেইল মুছে ফেলতে চান তবে সঠিক ফরম্যাটে তারিখটি বসিয়ে দিন কমান্ডটিতে। আরও বিস্তারিত বুঝতে ভিডিও টিউটোয়ালটি অবশ্যই দেখবেন। কমান্ডটি দিয় সার্চ করার পর জিমেইলের সিলেক্ট অল অপশনটি ক্লিক করুন । তাহলে একটি লেখা দেখতে পারবেন All 50 conversations on this page are selected. Select all conversations that match this search । অর্থাৎ মাত্র ৫০টি মেইল সিলেক্ট হয়েছে। কিন্তু আমাদের তো দরকার সকল মেইল ডিলেট করা। এজন্য Select all conversations that match this search লিঙ্কটা ক্লিক করুন এবং সবশেষে এই অবস্থায় ডিলেট আইকনটি ক্লিক করুন। ব্যাস, সকল ইমেইল খতম! কিন্তু একি, সব ইমেইল তো আপনার সামনেই তবু রয়ে গেছে! ঘাবরাবেন না, এবার Inbox -এ একটা ক্লিক মারেন শুধু! কি, ক্লিক মেরে ফেলেছেন? তাহলে তো কেল্লা ফতে হয়ে গেছে। এবার কি দেখতে পেলেন? সব যন্ত্রনার ইমেইল না ফেরার দেশে ফিরিয়ে দিয়েছেন? আপনিতো ভাবছেন সব ইমেইলকে না ফেরার দেশে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু না! সেগুলো ইনবক্স ফোল্ডার থেকে বিদায় নিলেও Trash ফোল্ডারে আছে। এটা প্রায় সকল জিমেইল ব্যবহারকারীর জানা। অর্থাৎ সিস্টেমটা অনেকটা কম্পিউটারের রিসাইকেল বিনের মতো। কোন কিছু ডিলেট করলে সেটি মূলত রিসাইকেল বিনে যায়। চাইলে রিসাইকেল বিন যেমন ফাঁকা করে ফেলা যায় তেমনি চাইলে আপনি আজাইরা ইমেইলগুলোকে Trash ফোল্ডারে গিয়ে Empty Trash Now ক্লিক করে ফাঁকা করে ফেলতে পারেন। এই কথাটি যদিও ভিডিও টিউটোরিয়ালে উল্লেখ করতে মনে ছিল না। যাই হোক, এখানে তো জানিয়েই দিলাম আর আপনারা জেনেও গেলেন! খুশি তো?
কেমন লাগলো আমার আজকের টিউটোরিয়াল। আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনাদের শেখানোটা আরও সহজতর করতেই ভিডিও টিউটোরিয়ালও শেয়ার করে থাকি। কিন্তু নতুন অনেকে সেই ভিডিও টিউটোরিয়াল দেখেও নাকি বুঝতে পারেন না। আমার কাছে এর পরে আর কিছুই করার থাকেনা। আপনাদের জানা উপায় থাকলে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ...

ব্লগার মারুফ
Read More »

জেনে নিন গুগল সম্পর্কে ১০ টি মজার তথ্য

ইন্টারনেট ব্যবহারকারী মাত্রই গুগলের সঙ্গে পরিচিত। সার্চ, মেইল, বিজ্ঞাপন, ক্লাউডসহ নানা ধরনের সেবা দিচ্ছে গুগল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউনটেইন ভিউ শহরে অবস্থিত গুগলের কার্যালয়। মানুষের কাছে তথ্য সহজলভ্য করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ল্যারি পেজ ও সের্গেই ব্রিন ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর গুগল প্রতিষ্ঠা করেন।
গুগল একসঙ্গে এত বিষয় নিয়ে কাজ করে যে সবকিছুর হিসাব রাখাই কঠিন। সম্প্রতি প্রশ্নোত্তরবিষয়ক ওয়েবসাইট কোরাতে প্রশ্ন করা হয়, গুগলের সবচেয়ে কৌতূহলোদ্দীপক কাজগুলো কী? কোরা ব্যবহারকারীরা এই প্রশ্নের মজার মজার উত্তর দিয়েছেন। ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার এর মধ্যে আকর্ষণীয় ১০টি বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
১. গুগলে যখন কোনো বিষয় সার্চ দেওয়া হয়, তখন আমরা খুব দ্রুত ফল দেখতে পাই। কিন্তু মজার বিষয় এই ফল দেখানোর আগে গুগল কমপক্ষে ২০০টি বিষয় বিবেচনা করে, তবেই তা প্রদর্শন করে।
২. গুগল ও গুগলের নামের আশপাশে থাকা অনেক ডোমেইন কিনে রেখেছে গুগল। গুগল লিখতে ভুল হলেও যে ডোমেইন নামগুলো পাওয়া যায়, তারও মালিক গুগল। যেমন গুওগল ডটকম, গগল ডটকম, গুগলার ডটকম প্রভৃতি। গুগল এমনকি ৪৬৬৪৫৩ ডোমেইনটিও নিয়ে রেখেছে।
৩. গুগলে প্রতি সেকেন্ডে ২০ লাখেরও বেশি সার্চ হয়।
৪. বিশ্বে লাখ লাখ মানুষের অবস্থার পরিবর্তন করে দিতে সক্ষম এমন কিছু ‘আজব’ প্রকল্প নিয়ে মাঠে নামে গুগল। যেমন গুগলের ‘লুন’ নামের একটি প্রকল্প। ইন্টারনেট সুবিধাবঞ্চিত এলাকায় বেলুনের সাহায্যে ইন্টারনেট সম্প্রসারণের একটি প্রকল্প। এ ছাড়া ক্ষুদ্রজনগোষ্ঠীর কাজে লাগে এমন প্রকল্প নিয়েও কাজ করতে দেখা যায় গুগলকে। যেমন ২০১২ সালে জি-মেইলে শেরকি ভাষা সুবিধা যুক্ত করে গুগল।
৫. ল্যারি পেজ ও সের্গেই ব্রিন মিলে ১৯৯৮ সালের আগস্ট মাসে প্রথম ডুডল তৈরি করেন। ‘তাঁরা অফিসের বাইরে আছেন এবং এ সময় কারিগরি কোনো ত্রুটির সমাধান করা যাবে না’—এই বার্তা ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর জন্য প্রথম ডুডলটি তৈরি হয়।
৬. গুগলের সার্চ ইনডেক্সের আকার ১০ কোটি গিগাবাইটেরও বেশি। কেউ যদি ব্যক্তিগতভাবে এই তথ্য জমা রাখতে চান, তবে তাঁর এক টেরাবাইট আকারের এক লাখ হার্ডড্রাইভের দরকার হবে।
৭. গুগল একমাত্র প্রতিষ্ঠান যে তার সার্চপেজে যত দ্রুত সম্ভব ফল প্রদর্শন করে ইন্টারনেট ব্যবহারকারীকে কম সময় ধরে রাখতে চায়।
৮. স্ট্রিট ভিউ ম্যাপের জন্য গুগল এখন পর্যন্ত ৫০ লাখ মাইল রাস্তার ছবি তুলেছে।
৯. শুধু এ বছর গুগল ২৪টি প্রতিষ্ঠানকে কিনে নিয়েছে। অর্থাত্ প্রতি মাসে গড়ে তিনটি প্রতিষ্ঠান কিনেছে গুগল।
১০. গুগলের ভিডিও সেবা ইউটিউবে প্রতি মাসে ৬০০ কোটি ঘণ্টারও বেশি ভিডিও দেখা হয় । অর্থা যা বিশ্বের প্রত্যেক মানুষের মাসে এক ঘণ্টা করে ভিডিও দেখার মতো।

Read More »

এমন ১০টি ইউআরএল যা প্রতিটি গুগল ব্যবহারকারীর জানা দরকার

আপনি একজন কম্পিউটার ব্যবহারকারী বা স্মার্টফোন ব্যবহারকারী হলে নিশ্চয়ই আপনি নেট ব্যবহার করে থাকেন। আর ইন্টারনেট ব্যবহার করেছেন কিন্তু গুগল এবং গুগলের সেবাগুলোর সাথে পরিচিত নন তাতো আর হতে পারেনা। আর অনেকেই এমন আছেন যারা গুগল ছাড়া কিছু বোঝেনও না। আর আপনিও যদি হয়ে থাকেন একজন গুগলের ডাইহার্ড ফ্যান তবে আপনার জন্য আজ নিয়ে এলাম ১০টি এমন ইউআরএল যা আপনার কাজে আসবেই আসবে! চলুন তাহলে, শুরু করা যাক।
১। আপনি গুগল ক্রোম ব্যবহার করার সময় যে সকল পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন সেগুলো গুগল সংরক্ষণ করে রাখে। সেই পাসওয়ার্ড এবং ইউজার নেমগুলো আপনি চাইলেই গুগল থেকে সহজেই পেয়ে যাবেন। এর জন্য আপনাকে যেতে হবে http://passwords.google.com ইউআরএলটিতে।
২। আপনি যে সকল সাইটগুলোতে ভিজিট করে থাকেন সেই সাইটগুলোর উপর ভিত্তি করে আপনার একটি প্রোফাইল তৈরি করে থাকে। সেই প্রোফাইল এবং আপনার গুগল প্লাসের প্রোফাইলের উপত ভিত্তি করে গুগল আপনার বয়স, জেন্ডার, ইন্টারেস্ট সমূহ ইত্যাদি সংরক্ষণ করে রাখে সেই প্রোফাইলটিতে। আপনার প্রোফাইলটি দেখতে ভিজিট করতে পারেন https://www.google.com/ads/preferences ঠিকানায়।
৩। আপনি চাইলেই গুগল ইকোসিস্টেম থেকে আপনার সমস্ত তথ্য এক্সপোর্ট করতে পারবেন, গুগল এই সুবিধা প্রদান করে থাকে। আপনি খুব সহজেই আপনার গুগল ফটোস, কনট্যাক্ট, জিমেইল এমনকি আপনার ইউটিউবের ভিডিও (যদি থাকে) ফাইলগুলো পর্যন্ত আপনি ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে যেতে হবে https://www.google.com/takeout ঠিকানাটিতে।
৪। আপনার নিজস্ব কনটেন্ট যদি আপনি অন্য কোন সাইটে দেখে থাকেন তবে আপনি খুব সহজেই DMCA কমপ্লেইন করতে পারবেন। যার জন্য আপনাকে যেতে হবে
https://support.google.com/legal
ঠিকানাটিতে।
৫। আপনি কি জানেন আপনি যেখানেই যান আপনার ডিভাইসটির মাধ্যমে গুগল আপনার লোকেশন সংগ্রহ করে? কথাটি সত্য না মিথ্যা জানতে ভিজিট করুন https://maps.google.com/locationhistory ইউআরএলটি।
৬। নির্ধারিত গুগল অ্যাকাউন্ট করার সময় আপনার অ্যাকাউন্টে ইউজার নেমের শেষে @gmail.com ব্যবহারিত হয়। তবে আপনি যদি
https://accounts.google.com/SignUpWithoutGmail ইউআরএলটি থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে গুগল ছাড়াই আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন।
৭। গুগল এবং ইউটিউবে আপনি যে সার্চ টার্মই ব্যবহার করেন না কেন সেগুলো গুগল এবং ইউটিউব সংরক্ষণ করে রাখে। এছাড়াও কোন ওয়েবসাইটে যদি আপনি গুগলের অ্যাডগুলোতে ক্লিক করে থাকেন তবে সেই লগও গুগল সংরক্ষণ করে রাখে। তাই কি কি করেছেন যদি দেখতে চান তবে নিচের ইউআরএলগুলো কাজে আসবে।
https://history.google.com
https://history.google.com/history/audio
https://www.youtube.com/feed/history
৮। গুগলের টার্মস এবং কন্ডিশন অনুযায়ী আপনি যদি আপনার জিমেইল অ্যাকাউন্টে প্রতি ৯ মাসে একবার করে লগইন না করে থাকেন তবে আপনার অ্যাকাউন্টটি মুছে ফেলা হবে। এটি মূলত সমস্যা করে তাদের যাদের একের অধিক জিমেইল অ্যাকাউন্ট আছে। আপনারও যদি এরকম থাকে তবে আপনার প্রাইমারী মেইল অ্যাকাউন্টটিকে সেকন্ডারি মেইল অ্যাকাউন্টগুলোর ট্রাস্টেড কনট্যাক্ট হিসেবে যুক্ত করতে পারেন। ফলে, গুগল আপনার প্রাইমারী অ্যাকাউন্টে রিমাইন্ডার পাঠাতে থাকবে।
https://www.google.com/settings/account/inactive
৯। আপনার গুগল অ্যাকাউন্টে কেউ ঢুকছে কিনা সে বিষয়ে চিন্তিত? আপনি কিন্তু খুব সহজেই
https://security.google.com/settings/security/activity ইউআরএলটির সাহায্যে আপনার অ্যাকতিভিটি লগ চেক করতে পারেন যেখানে কোন কোন ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে লগইন করা হয়েছিল এবং কোন কোন আইপি ব্যবহার করেছিল ফোনগুলো সেই তথ্য আপনি খুব সহজেই জানতে পারবেন।
১০। আপনি এ পর্যন্ত কোন কোন অ্যাপলিকেশনগুলোকে আপনার আক্যাউন্টে পারমিশন দিয়েছিলেন মনে নেই? https://security.google.com/settings/security/permissions এই ইউআরএলটি খুব সহজেই আপনাকে মনে করিয়ে দিতে সক্ষম।

সূত্রঃ প্রিয় টেক

Read More »

এবার মোবাইলেই অনুশীলন করুন,পরীক্ষা দিন,প্রতিযোগিতা করুন

আজ এই ইন্টারনেটের যুগে আমরা কি না করতে পারছি। সবকিছুই এখন হাতের মুঠোয়। এক স্মার্টফোন দিয়েই মূহুর্তের মধ্যেই পৃথিবীর বিভিন্ন স্থানের খবরাখবর পাওয়া যায়। একজনের সাথে আরেকজনের যোগাযোগ রক্ষা করা যায় সহজেই। আর এখন আপনাদের উপকারী একটি অ্যাপ সম্পর্কে বলব যেটা আপনার বা আপনার পরিচিত যে কারও উপকারে আসবে।

অ্যাপটির নাম দূরবীন। অ্যাপটি মূলত ৫ম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এছাড়াও যারা শিক্ষক তারাও অ্যাপটি ব্যবহার করতে পারবেন। দেখা নেয়া যাক কিকি বৈশিষ্ট্য রয়েছে অ্যাপটিরঃ

১. এটি দিয়ে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর যেকোনো শিক্ষার্থী তার যেকোনো পাঠ্যবইয়ের অনুশীলন করতে পারবে।
২. অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষার প্রতিযোগিতা করতে পারবে।
৩. এছাড়াও দূরবীনের নিজস্ব তত্তাবধানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

এছাড়াও অ্যাপটিতে রয়েছে বিভিন্ন স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ের লিস্ট ও সেখানে পড়ার জন্য মোট খরচের পরিমাণ।

অ্যাপটি চালাতে হলে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। অ্যাপটি ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে রেজিষ্ট্রশন করতে হবে।

অ্যাপটি ডাউনলোড/ইন্সটল করতে চাইলে Google Play Store এ Durbin লিখে সার্চ করতে হবে। প্রথম যে অ্যাপটি পাবেন সেটি ইন্সটল করুন।

Read More »