কিভাবে ব্লগারে একটি ফ্রী ডোমেইন সেট করবেন

আজকে আপনাদের জন্য যে পোস্টটি নিয়ে এসেছি তা নতুন ব্লগারদের জন্য বেশ উপকারি বলে আমি মনে করছি। এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনার ব্লগস্পট সাইটে সহজেই ফ্রী ডোমেইন (.tk .cf .ml .ga .gq)
গুলো যুক্ত করতে পারবেন।
চলুন শুরু করা যাকঃ

১। প্রথমে আপনি freenom.com এ সাইন আপ বা রেজিস্ট্রেশন করবেন।



২। এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে আপনার পছন্দমত একটি ডোমেইন রেজিস্ট্রেশন করবেন।



৩। মনে রাখবেন শুধু মাত্র ফ্রী ডোমেইন গুলো থেকে কোন একটি পছন্দ করবেন। এরপর চেকআউট এ ক্লিক করবেন। এখানে আমি sulovbdhelp.tk ডোমেইন সিলেক্ট করেছি।


৪। চেকআউটে ক্লিক নিচের মত পেজ আসবে। ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে আপনিও DNS ও Period সেট করে Continue এ ক্লিক করুন।


৫। এরপর ছবির মত আপনার সম্পূর্ণ তথ্য আসবে এবং টিক দিয়ে Continue Order এ ক্লিক করুন।


৬। অর্ডার কনফার্মের একটা মেসেজ পাবেন। এরপর Client Area তে ফিরে যাবেন।


৭। মাই ডোমেইন এ ক্লিক করুন।


৮। আপনার ডোমেইনটির ম্যানেজ ডোমেইন এ ক্লিক করুন। এখানে আমি sulovbdhelp.tk এর ম্যানেজ ডোমেইনে ক্লিক করেছি।


৯। নিচের মত একটি পেজ আসবে।


১০। নেমসার্ভার অপশন এ ক্লিক করুন।


১১। নেমসার্ভার ডিফল্ট রাখুন।


১২। নিচের মত করে DNS সেট করুন।


১৩। এরপর আপনার ব্লগার অ্যাকাউন্টে প্রবেশ করুন এবং নিচের মত সেটিংসে যান।


১৪। নিচের মত করে আপনার ডোমেইন সেট করুন।


১৫। সেভ দেয়ার পর নিচের মত দেখাবে। এখন নতুন আরেকটি DNS (CNAME) দিতে বলা হবে।


১৬। এখন নতুন যে DNS টি দিতে বলা হবে সেটি দিবেন।


১৭। তারপর সেটি ভেরিফাই করতে হবে। (ভেরিফাই করার লিঙ্ক ১৫ নং ছবির পেজে পাবেন)


১৮। Domain Name Provider এ Other এ ক্লিক করবেন। আর Verify Method এ Add a CNAME Record সিলেক্ট করবেন।


১৯। তাহলে নিচের মত পেজ আসবে। এখান থেকে CNAME Label ও Target কপি করুন।


২০। এবার DNS সেটিংসে ছবির মত করে সেভ করুন।


২১। এবার ভেরিফাই এ ক্লিক করলে নিচের মত ভেরিফাই হওয়ার মেসেজ আসবে।


২২। এবার ১৪ নং এর মত করে আবার ডোমেইন সেটআপ দিন। সেটআপ শেষ হলে এমন দেখাবে।


২৩। এবার ডোমেইনের সম্পাদনায় ক্লিক করুন এবং নিচের মত করে টিক দিয়ে সেভ করে বেরিয়ে আসুন।


২৪। কিছুক্ষণ পর আপনার ডোমেইন লিঙ্কে ব্রাউজ করলে দেখবেন আপনার ডোমেইনটি সঠিকভাবে সেট করা সম্পন্ন হয়েছে।

একইভাবে অন্যান্য ফ্রী ডোমেইন (.tk .cf .ml .ga .gq) গুলোও আপনি সহজেই সেট করতে পারবেন।
আশা করি আপনি পুরো প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন। কোন সমস্যা হলে কমেন্ট করুন। ধন্যবাদ।


Show Comments: OR

3 comments:

  1. এই গুলি আমাকে দিয়ে হবে না

    ReplyDelete
    Replies
    1. চেষ্টা করলে অবশ্যই পারবেন।

      Delete
  2. এই গুলি আমাকে দিয়ে হবে না

    ReplyDelete