আমরা বাংলাদেশিরা কম্পিউটার অপারেটিং বলতে সাধারণত উইন্ডোজকেই চিনি। এছাড়াও আরও অনেক অপারেটিং সিস্টেম রয়েছে যার মধ্যে উবুন্টু অন্যতম।
উবুন্টু সম্পর্কে সাধারণ তথ্যঃউবুন্টু লিনাক্স কার্নেলের ভিত্তিতে তৈরি একটি কম্পিউটার অপারেটিং সিস্টেম। এছাড়াও এটি সার্ভার বা স্মার্টফোনের জন্যও ব্যাবহার করা হয়।
কেন আপনি উইন্ডোজের পরিবর্তে উবুন্টু ব্যাবহার করবেন তার জন্য আজকে আপনাদের সামনে ২৫ টি কারন তুলে ধরছি।
এগুলো হলঃ১। উবুন্টু সম্পূর্ণ বিনামূল্যের অপারেটিং সিস্টেম। অপরদিকে অরিজিনাল উইন্ডোজের মূল্য ১৩,৫০০ টাকা। (আপনি পাইরেটেড উইন্ডোজ কিনতে পারেন তবে এটি বেআইনি এবং এতে উইন্ডোজের সকল সুবিধা পাবেননা।)
২। আপনাকে মাইক্রোসফট অফিসের মত কোন সফটওয়্যার কিনতে হবেনা (যার অরিজিনাল মূল্য ৮০০০ টাকা) । আপনি উবুন্টুতে তা একদম ফ্রী পাবেন তাও আবার অরিজিনাল সফটওয়্যার।
৩। আপনাকে উবুন্টু ব্যাবহারের জন্য আপনাকে দামি কোন হার্ডওয়্যার (হার্ডডিস্ক,র্যাম,প্রসেসর) কিনতে হবেনা। আপনি আপনার ডেস্কটপেই উবুন্টু খুব সাচ্ছন্দে চালাতে পারবেন।
৪। উবুন্টু উইন্ডোজের তুলনায় বেশী সাচ্ছন্দে চালানো যায়। উইন্ডোজ ৭ বা এর পুরনো ভার্সন থেকে বেশী ফাস্ট এবং বর্তমান ভার্সনগুলো থেকে তুলনামুলক ফাস্ট।
৫। উবুন্টু সম্পূর্ণ ভাইরাস ফ্রী, এতে ভাইরাস আক্রমন করতে পারেনা। এতে করে আপনাকে কোন অ্যান্টিভাইরাস কিনতে হবেনা এবং আরও কিছু টাকা সাশ্রয় হবে।
৬। যখন উবুন্টু ইন্সটল দিবেন তখন আপনার প্রয়োজনীয় সফটওয়্যার (অফিস, রিদমবক্স মিউজিক প্লেয়ার, ভিএলসি মিডিয়া প্লেয়ার ইত্যাদি) একইসাথে স্বয়ংক্রিয়ভাবে ইন্সটল হয়ে যাবে।
৭। আপনাকে উবুন্টুর কোন সমস্যা (বাগ) সমাধানের জন্য বছর খানেক সময় অপেক্ষা করতে হবেনা। আপনি সমস্যার কথা আপনি উবুন্টুর ব্লগে সরাসরি বলতে পারেন।
৮। আপনি আপডেট ম্যানেজারের মাধ্যমে নতুন ভার্সন আসার সাথে সাথে তা আপনার কম্পিউটারে আপডেট দিতে পারবেন।
৯। আপনাকে কোন পাইরেটেড সফটওয়্যার ব্যাবহার করতে হবেনা। আপনি উবুন্টু সফটওয়্যার ম্যানেজারের মাধ্যমে যেকোনো সফটওয়্যার/গেমস ফ্রীতে ইন্সটল করতে পারবেন।
১০। আপনাকে সফটওয়্যারের জন্য সারাদিন গুগলে সার্চ করতে হবেনা। আপনার জন্য আছে উবুন্টু সফটওয়্যার ম্যানেজার। যার মাধ্যমে আপনি সকল সফটওয়্যার ইন্সটল দিতে পারবেন।
১১। কম্পিউটার নট রেসপণ্ডিং হওয়ার কারণে আপনাকে বারবার রিস্টার্টের সম্মুখীন হতে হবে না। কেননা উবুন্টু এধরনের ঝামেলা মুক্ত।
১২। শতাধিকের উপরে ফ্রীতে গেম খেলতে পারবেন।
১৩। আপনার পিসি দিনকে দিন স্লো হবে না। যা আমরা সচরাচর উইন্ডোজে দেখে থাকি।
১৫। MSN, AIM, ICQ, Jabber, Gtalk, Yahoo এবং আরও অনেক কিছুই একটিমাত্র প্রোগ্রামের মাধ্যমে চালাতে পারবেন। আলাদা আলাদা সফটওয়্যারের দরকার হবেনা।
১৬। একসাথে অনেকগুলো উইন্ডো সহজে চালানোর জন্য ওয়ার্কস্পেস ব্যাবহার করতে পারবেন।
১৭। সহজেই আপনার পিসির থিম পরিবর্তন করতে পারবেন। এজন্য উবুন্টুর আছে শতাধিক থিমের ভাণ্ডার।
১৮। আপনি ফ্রীতে আপডেট দিতে পারবেন আপনার উবুন্টু ওএস যেখানে উইন্ডোজ টাকা নেয়।
১৯। প্রতি ছয় মাস পরপর নতুন ভার্সন আপডেট দিতে পারবেন ।
২০। স্বয়ংক্রিয়ভাবে সকল সফটওয়্যার আপডেট দিতে পারবেন। তবে এর জন্য আপনাকে আগে পারমিশন দিতে হবে।
২১। আপনি যেকোনো সময় উবুন্টু টুইকের মাধ্যমে ওয়ালপেপার এবং অন্যান্য সেটিংস পরিবর্তন করতে পারবেন।
২২। আপনাকে উবুন্টু কিনতে দোকানে যেতে হবেনা। আপনি ঘরে বসেই তা উবুন্টুর সাইট থেকে ডাউনলোড করতে পারবেন।
২৩। আপনি উবুন্টু ফোরামে যুক্ত হয়ে যেকোনো সময় আপনার কোন সমস্যা জানিয়ে তার সমাধান পাবেন।
২৪। উবুন্টু ইন্সটল করার সময় তা স্বয়ংক্রিয়ভাবে আপনার হার্ডওয়্যার ডিটেক্ট করে।
২৫। সবচেয়ে বড় কথা আপনার কম্পিউটারে কেউ আপনার অনুমতি ছাড়া কখনো কোন সফটওয়্যার ইন্সটল করতে পারবেনা। কেননা এটি সম্পূর্ণ ভাবে পাসওয়ার্ড প্রটেক্টেড।
এবার সিদ্ধান্ত নিন উইন্ডোজ চালাবেন নাকি উবুন্টু কে বেছে নিবেন।
Read More »