উইন্ডোজ বনাম উবুন্টু

আজকে আপনাদের জন্য উবুন্টু ও উইন্ডোজের মধ্যকার কিছু পার্থক্য নিয়ে উপস্থিত হয়েছি। এগুলো বিচার বিবেচনা করে আপনি নিজেই সিদ্ধান্ত নিবেন আপনি কোনটি গ্রহণ করবেন।
উইন্ডোজঃ
১। সহজলভ্য নয়। বংলাদেশী হিসেবে আসল উইন্ডোজের দাম ১৩,৫০০ (সাড়ে তের হাজার) টাকা। তবে মাত্র ৫০ টাকায়ও পাইরেসী করা উইন্ডোজ ওএস পাওয়া যায়। কিন্তু এতে কিছু কিছু ফাইল অনুপস্থিত থাকে।
২। যে কেউ সহজেই অন্যকারও কম্পিউটারের ক্ষতি করতে পারে। যেমনঃ ভাইরাস প্রবেশ করাতে পারে। ম্যালওয়্যার আছে এমন সফটওয়্যার ডাউনলোড দিতে পারে। হ্যাক করতে পারে। এছাড়াও এমন কিছু কাজ করতে পারে যা প্রকৃতপক্ষে কম্পিউটারের মালিকের অনুমতি ছাড়া করা অনুচিত।
৩। প্রচুর পরিমাণে ভাইরাস তৈরি করে। বিশেষ করে সর্টকাট ভাইরাস। এছাড়াও যেকোনো ভাবে সহজেই ভাইরাস প্রবেশ করতে পারে। এমনও কিছু ভাইরাস আছে যা এন্টি ভাইরাস দ্বারাও সহজে ধ্বংস হয়না।
৪।  পুরানো কম্পিউটার বা পুরাতন নোটবুক বা পুরাতন ল্যাপটপে খুব ধীরগতি সম্পন্ন এবং অনেক সময় চলেনা। এছাড়াও উইন্ডোজের পুরানো ভার্সন গুলো ধীরগতিসম্পন্ন (যেমনঃ এক্স পি ইত্যাদি)।
৫। আপডেট দিতে টাকার প্রয়োজন হয়।
৬। কোনো নির্দিষ্ট জায়গায় সকল সফটওয়্যার পাওয়া যায়না।
৭। প্রয়োজনীয় সফটওয়্যার সমূহ (যেমনঃ অফিস,অডিও-ভিডিও প্লেয়ার ইত্যাদি) আলাদা ভাবে ইন্সটল দিতে হয়।
৮। নিজের ইচ্ছামত অপারেটিং সিস্টেমকে চালানো যায়না। অর্থাৎ মাইক্রোসফট যেভাবে চায় সেভাবেই চালাতে হয় তাও আবার হাজার হাজার টাকা খরচ করে।
৯। সবচেয়ে বড় কথা উইন্ডোজ শুধুমাত্র টাকার জোরে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
উবুন্টুঃ
১। আসল উবুন্টু ওএস পাবেন একদম সম্পূর্ণ বিনামূল্যে।
২। সম্পূর্ণ রূপে নিরাপদ। কেউ আপনার কম্পিউটারের ক্ষতি করতে পারবেনা। হ্যাক হবার সম্ভাবনা নেই। ম্যালওয়্যারের ঝামেলা নেই। আপনার অনুমতি ছাড়া কোনো সফটওয়্যার ইন্সটল করা যাবেনা।
৩। ভাইরাস তৈরি হয়না। কোনো প্রকার ভাইরাস প্রবেশ করতে পারেনা। এমনকি অ্যান্টি ভাইরাসের কোনো প্রয়োজন হয়না।
৪। যেকোনো কম্পিউটার, নোটবুক, ল্যাপটপে খুব ভালোভাবে চলতে পারে। উইন্ডোজের পুরাতন ভার্সন গুলো থেকে দ্রুততম। এছাড়াও বর্তমান ভার্সন গুলোর তুলনায় তুলনামূলকভাবে দ্রুততর।
৫। আপডেট দেওয়াও সম্পূর্ণ বিনামূল্য।
৬। উবুন্টু সফটওয়্যার ম্যানেজারে উবুন্টুর সকল সফটওয়্যার পাবেন যেমনটা অ্যান্ড্রয়েডের জন্য প্লে স্টোরে পাওয়া যায়। এছাড়াও আরও কিছু সফটওয়্যার আছে যেখানে উবুন্টুর সকল সফটওয়্যার পাওয়া যায়।
৭। প্রয়োজনীয় সকল সফটওয়্যার ইন্সটল করা থাকে। আলাদা ভাবে ইন্সটল করতে হয়না।
৮। নিজের ইচ্ছামত অপারেটিং সিস্টেমের কোডিং করে চালাতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সকল প্রকার প্রোগ্রামিং সম্পর্কে জানতে হবে ও অভিজ্ঞ হতে হবে।
৯। টাকার জোরে নয় বরং নিজেদের সেবার মাধ্যমে মানুষের মন জয় করছে।
আশা করি এতক্ষনে বুঝে ফেলেছেন আপনার জন্য কোন আপারেটিং সিস্টেমটি গ্রহণযোগ্য।
একটা কথা মনে রাখবেন হুট করে উবুন্টুতে আসলেই আপনি জানতে পারবেন তা কিন্তু নয়। এজন্য অন্তত একমাস এর সাথে লেগে থাকতে হবে। তবেই আপনি সম্পূর্ণ ভাবে এর মজা নিতে পারবেন।
Read More »

উবুন্টুর প্রয়োজনীয় কীবোর্ড সর্টকাট

নানান প্রয়োজনে বিভিন্ন সময়ে কাজ করতে কীবোর্ডের সর্টকাট গুলো প্রয়োজন হয়। নিচে এগুলো দেওয়া হলঃ

Alt+F4 --- যে উইন্ডোটি ব্যবহার করছেন তা তৎক্ষনাৎ বন্ধ করার জন্য।
Alt+F2 --- পপআপ কমান্ড উইন্ডো (সরাসরি কমান্ড রান করার জন্য)
Alt+Tab --- উবুন্টু থেকে উইন্ডোজে পরিণত যাওয়ার জন্য। Shift চাপ দিয়ে ধরে রাখলে পুনরায় উবুন্টুতে ফেরৎ আসতে পারবেন।
Ctrl+Alt+Delete --- লগ আউট
Ctrl+Super+D --- সকল ঊইন্ডো বন্ধ করে ডেক্সটপ দেখানোর জন্য। পুনরায় একই ভাবে কী চাপলে আগের মত হয়ে যাবে।
Ctrl+Alt+L --- স্ক্রিনকে লক করার জন্য।
Ctrl+A --- কোনো লিস্টের সকল লেখা বা ফাইলকে একসাথে সিলেক্ট করার জন্য।
Ctrl+X --- কোনো লেখা বা ফাইলকে কাট করা বা সরিয়ে ফেলার জন্য।
Ctrl+C --- কোনো লেখা বা ফাইলকে কপি করার জন্য।
Ctrl+V --- কোনো কপি বা কাট করা লেখা বা ফাইলকে অন্য কোথাও স্থাপন করার জন্য।
Ctrl+Z --- পূর্বের কাজটিকে পুনরায় ফেরৎ আনার জন্য।
Print Screen --- স্ক্রীনশট নেওয়ার জন্য।
Alt+Print Screen --- কোনো উইন্ডোর স্ক্রীনশট নেওয়ার জন্য।
Shift+Print Screen --- নির্ধারিত অংশের স্ক্রীনশট নেওয়ার জন্য।

Read More »

কীভাবে ওয়াইন দিয়ে উইন্ডোজের সফট্ওয়্যার ইন্সটল দিবেন

এই পোস্টে আপনাদের দেখানো হবে কীভাবে উইন্ডোজের সফটওয়্যার সমূহ উবুন্টু ও এর অন্যান্য এনভায়রনমেন্টে চালাবেন।

প্রথমত, আপনার কম্পিউটারে ওয়াইন ইন্সটল করতে হবে। ওয়াইন ইন্সটল করতে হলে Ubuntu Software Centre এ গিয়ে wine লিখে সার্চ দিলেই কাঙ্খিত সফট্ওয়্যার পেয়ে যাবেন। এরপর ইন্সটল এ ক্লিক করলেই ওয়াইন ইন্সটল হয়ে যাবে। ফাইলটির সাইজ প্রায় ১৭০ এমবি।

এবার আসি মূল কথায়......

১ম পদ্ধতি
এই পদ্ধতিতে প্রথমে আপনাকে আপনার প্রয়োজনীয় উইন্ডোজ সফট্ওয়্যারটি ডাউনলোড করতে হবে। এরপর সফট্ওয়্যার ফাইলটিতে কার্সার রেখে মাউসের ডান পাশের বাটনটিতে ক্লিক করুন। দেখবেন Open With Wine Windows Program Leader নামক একটা অপশন পাবেন। এটাতে ক্লিক করুন। এরপরে আগে উইন্ডোজে ফাইলটি যেভাবে ইন্সটল করেছেন ঠিক সেভাবে ফাইলটি ইন্সটল করুন। ব্যস কাজ শেষ।

২য় পদ্ধতি
এই পদ্ধতিতে সরাসরি ওয়াইন থেকে সফট্ওয়্যার ইন্সটল করতে পারবেন। এজন্য প্রথমে 
Application -----> Wine ----> Winetricks একটার পর একটায় ক্লিক করুন।
তারপর এই পেজটি দেখতে পাবেন


 এখান থেকে Install an app অথবা Install a game এ ক্লিক করে OK বাটনে ক্লিক করুন।
বি.দ্রঃ Install an app এ ক্লিক করলে অ্যাপ্লিকেশন এর লিস্ট পাবেন। আর Install a game এ ক্লিক করলে গেম এর লিস্ট পাবেন।

 এরপর কাঙ্খিত লিস্ট পাবেন।


এখান থেকে যে সফটওয়্যারটি আপনার প্রয়োজন সেটিতে টিক দিয়ে OK বাটনে ক্লিক করুন।

এরপর নিচের মত একটা উইন্ডো আসবে


এরপর ফাইলটি ডাউনলোড হবে। পরবর্তী ধাপ গুলো আপনি নিজে নিজেই পূরণ করতে পারবেন। এভাবে আপনার কাঙ্খিত সফট্ওয়্যারটি ইন্সটল হবে।

বি.দ্রঃ ২য় পদ্ধতিতে সফটওয়্যার ইন্সটল দিতে চাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
উপদেশঃ আমার কাছে ২য় পদ্ধতিটি ঝামেলার মনে হয়। তাই আপনাদের জন্য উপদেশ যতটুকু সম্ভব ১ম পদ্ধতিতে সফট্ওয়্যার ইন্সটল করবেন।
Read More »

উবুন্টুতে চালান ফরম্যাট ফ্যাক্টরি

আপনি নিশ্চয়ই নতুন উইন্ডোজ হতে উবুন্টুতে প্রবেশ করেছেন। আপনার কাছে সব কিছুই নতুন মনে হচ্ছে। আপনার প্রয়োজনের বেশকিছু সফটওয়্যার পাচ্ছেননা, বিশেষ করে এই সমস্যাটা দেখা দেয় উবুন্টুর অন্যান্য এনভায়রনমেন্টে।
আপনি যদি কোনো ফাইল কনভার্ট করতে চান তাহলে আপনি পছন্দমত কোনো সফটওয়্যার পাবেন না উবুন্টুতে। এক্ষত্রে আপনার কাছে উইন্ডোজের ফরম্যাট ফ্যাক্টরির থেকে ভালো
কোনো সফটওয়্যারের কথা মনে হবে না। তাহলে যে ভাবা সেই কাজটাই করুন। ডাউনলোড করুন ফরম্যাট ফ্যাক্টরির উইন্ডোজ ভার্সন আর ওয়াইন দিয়ে সেটিই চালান উবুন্টুতে।
Read More »

উবুন্টুতে উইন্ডোজের সফটওয়্যার চালান।

আপনি উইন্ডোজ থেকে উবুন্টুতে নতুন এসছেন। যার ফলে আপনি আপনার বেশ কিছু পছন্দনীয় সফটওয়্যার ব্যবহার করতে পারছেননা। এগুলোর মধ্যে রয়েছে ফরম্যাট ফ্যাক্টরি , উইনরার ইত্যাদি নানান অসাধারণ সফটওয়্যার। মন খারাপ করবেন না আপনার জন্য আছে উবুন্টুর খুব খুব এবং খুবই বিশেষ সফটওয়্যার ওয়াইন। এটি দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় উইন্ডোজের সফটওয়্যার গুলো খুব সহজেই চালাতে পারবেন।
পরবর্তীতে কীভাবে ওয়াইন দিয়ে সফটওয়্যার ইন্সটল করবেন তা নিয়ে পোস্ট দেওয়া হবে।
Read More »

উবুন্টুতে ইউনিজয় কীবোর্ড লেআউট ইন্সটল

এই পোস্টে আপনারা জানতে পারবেন কীভাবে উবুন্টু এবং এর অন্যান্য এনভায়রনমেন্ট এ ইউনিজয় ইন্সটল করতে হয়।
ইউনিজয় হল উবুন্টুর জন্য এমন একটি বাংলা  কীবোর্ড লেআউট যা উইন্ডোজের বিজয় বাংলা কীবোর্ড লেআউটের বিকল্প। এটি ইন্সটল করতে হলে আপনাকে যা করতে হবেঃ
১. প্রথমে টার্মিনালে প্রবেশ করুন (Crlt+Alt+T)
২. টার্মিনালে এই কমান্ডটি রান করান
sudo apt-get install ibus-m17n m17n-db ibus-gtk m17n-contrib
৩. এই কমান্ডটি দিয়ে নিশ্চিত হন ইউনিজয় ইন্সটল হয়েছে।
sudo dpkg -L m17n-db | grep unijoy
৪. এবার নিশ্চিত হওয়ার পর নিচের কমান্ডটি লিখুন এবং এন্টার চাপুন।
ibus-daemon -xdr
এবার টার্মিনাল বন্ধ করে বাংলা কীবোর্ড হিসেবে ইউনিজয় সিলেক্ট করুন। ব্যস এবার আপনি ইউনিজয় ব্যবহার করতে পারবেন।
Read More »

উবুন্টুর জন্য বিভিন্ন কীবোর্ড

উইন্ডোজ ব্যবহারকারীদের উবুন্টু ব্যবহার করার সময় প্রথম যে প্রশ্নটি সামনে আসে সেটি  হল উইন্ডোজ এবং উবুন্টুর বাংলা কীবোর্ড এক কিনা। এক্ষেত্রে উত্তর একটাই এদের বাংলা কীবোর্ড গুলো ভিন্ন ভিন্ন লেআউটে তৈরি।
উইন্ডোজে আপনি বিজয় ব্যবহার করছেন কিন্তু উবুন্টুতে বিজয় নেই। এখানে রয়েছে জাতীয়, প্রভাত, ইউনিজয় সহ বেশকিছু বাংলা কীবোর্ড লেআউট।
এদের মধ্যে আমি আপনাকে ইউনিজয় ব্যবহার করতে বলব। কারণ এটা প্রায় বিজয়ের মত। এটা আর বিজয়ের মধ্যে তফাৎ হল বিজয়ে স্বরবর্ণের একার,ওকার ইত্যাদি কার সমূহ বর্ণের আগে দিতে হয়। কিন্তু ইউনিজয়ে বর্ণের পরে কার দিতে হয়।
আপনি হয়তোবা আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে রিদমিক কীবোর্ড এর ইউনিজয় লেআউট ব্যবহার করেছেন। যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনার কাছে ইউনিজয় ব্যবহারে কোনো অসুবিধা হবেনা। বরং সুবিধাই হবে।
এছাড়া অন্যান্য সকল কীবোর্ড লেআউট উইন্ডোজ থেকে সম্পূর্ণ আলাদা। তবে কিছুদিন ব্যবহার করলে আপনিও অন্যান্য লেআউটের কীবোর্ড চালাতে পারবেন।
আর এর জন্য প্রাথমিকভাবে আপনি অ্যান্ড্রয়েডে নতুন পুরাতন রিদমিক কীবোর্ড ব্যবহার করতে পারেন।
Read More »

সহজ উবুন্টু শিক্ষা





যারা উবুন্টুতে একদম নতুন বা উবুন্টু সম্পর্কে বিস্তারিত জানতে চান তাদের জন্য এই বইটি খুবই সহায়ক। এটি লিখেছেন উবুন্টুর একজন অফিসিয়াল সদস্য মোহাম্মদ আদনান কাইয়ুম 

বিস্তারিত বিবরণঃ

বইয়ের নামঃ সহজ উবুন্টু শিক্ষা
ফাইল সাইজ- ১০.৫ এমবি

বইটি এখান থেকে ডাউনলোড করুন
Read More »