আপনি উইন্ডোজ থেকে উবুন্টুতে নতুন এসছেন। যার ফলে আপনি আপনার বেশ কিছু পছন্দনীয় সফটওয়্যার ব্যবহার করতে পারছেননা। এগুলোর মধ্যে রয়েছে ফরম্যাট ফ্যাক্টরি , উইনরার ইত্যাদি নানান অসাধারণ সফটওয়্যার। মন খারাপ করবেন না আপনার জন্য আছে উবুন্টুর খুব খুব এবং খুবই বিশেষ সফটওয়্যার ওয়াইন। এটি দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় উইন্ডোজের সফটওয়্যার গুলো খুব সহজেই চালাতে পারবেন।
পরবর্তীতে কীভাবে ওয়াইন দিয়ে সফটওয়্যার ইন্সটল করবেন তা নিয়ে পোস্ট দেওয়া হবে।