নানান প্রয়োজনে বিভিন্ন সময়ে কাজ করতে কীবোর্ডের সর্টকাট গুলো প্রয়োজন হয়। নিচে এগুলো দেওয়া হলঃ
Alt+F4 --- যে উইন্ডোটি ব্যবহার করছেন তা তৎক্ষনাৎ বন্ধ করার জন্য।
Alt+F2 --- পপআপ কমান্ড উইন্ডো (সরাসরি কমান্ড রান করার জন্য)
Alt+Tab --- উবুন্টু থেকে উইন্ডোজে পরিণত যাওয়ার জন্য। Shift চাপ দিয়ে ধরে রাখলে পুনরায় উবুন্টুতে ফেরৎ আসতে পারবেন।
Ctrl+Alt+Delete --- লগ আউট
Ctrl+Super+D --- সকল ঊইন্ডো বন্ধ করে ডেক্সটপ দেখানোর জন্য। পুনরায় একই ভাবে কী চাপলে আগের মত হয়ে যাবে।
Ctrl+Alt+L --- স্ক্রিনকে লক করার জন্য।
Ctrl+A --- কোনো লিস্টের সকল লেখা বা ফাইলকে একসাথে সিলেক্ট করার জন্য।
Ctrl+X --- কোনো লেখা বা ফাইলকে কাট করা বা সরিয়ে ফেলার জন্য।
Ctrl+C --- কোনো লেখা বা ফাইলকে কপি করার জন্য।
Ctrl+V --- কোনো কপি বা কাট করা লেখা বা ফাইলকে অন্য কোথাও স্থাপন করার জন্য।
Ctrl+Z --- পূর্বের কাজটিকে পুনরায় ফেরৎ আনার জন্য।
Print Screen --- স্ক্রীনশট নেওয়ার জন্য।
Alt+Print Screen --- কোনো উইন্ডোর স্ক্রীনশট নেওয়ার জন্য।
Shift+Print Screen --- নির্ধারিত অংশের স্ক্রীনশট নেওয়ার জন্য।