উবুন্টুতে চালান ফরম্যাট ফ্যাক্টরি

আপনি নিশ্চয়ই নতুন উইন্ডোজ হতে উবুন্টুতে প্রবেশ করেছেন। আপনার কাছে সব কিছুই নতুন মনে হচ্ছে। আপনার প্রয়োজনের বেশকিছু সফটওয়্যার পাচ্ছেননা, বিশেষ করে এই সমস্যাটা দেখা দেয় উবুন্টুর অন্যান্য এনভায়রনমেন্টে।
আপনি যদি কোনো ফাইল কনভার্ট করতে চান তাহলে আপনি পছন্দমত কোনো সফটওয়্যার পাবেন না উবুন্টুতে। এক্ষত্রে আপনার কাছে উইন্ডোজের ফরম্যাট ফ্যাক্টরির থেকে ভালো
কোনো সফটওয়্যারের কথা মনে হবে না। তাহলে যে ভাবা সেই কাজটাই করুন। ডাউনলোড করুন ফরম্যাট ফ্যাক্টরির উইন্ডোজ ভার্সন আর ওয়াইন দিয়ে সেটিই চালান উবুন্টুতে।
Show Comments: OR

No comments:

Post a Comment