এখন ভিডিও ডাউনলোড করুন যেকোনো সাইট থেকে


এবার যেকোনো সাইট থেকে ডাউনলোড করতে পারবেন আপনার পছন্দের ভিডিওটি। আর আপনাদের জন্য এ সুবিধাটি এনেছে ভিডিও গ্র্যাবার নামক একটি সাইট।

প্রথমে এখানে ক্লিক করে সাইটটিতে প্রবেশ করতে হবে। এরপর আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটির লিঙ্ক কপি করে নিন। তারপর ছবিতে দেখানো Grab it লেখার আগের বক্সে লিঙ্কটি পেস্ট করুন। তারপর Grab it লেখাতে ক্লিক করুন। এরপর দেখবেন ডাউনলোডের অপশন এসেছে। এখান থেকে আপনি ভিডিও ফাইলটি ডাউনলোড করে নিন। ব্যাস কাজ শেষ। এছাড়াও দেখবেন অডিও ফাইল ডাউনলোডের একটা অপশন আসবে। আপনি যদি চান তাহলে অডিওটিও ডাউনলোড করতে পারেন।

এছাড়াও ভিডিও গ্র্যাবারের একটি সফটওয়্যার রয়েছে যেটি দিয়েও আপনি ভিডিও ডাউনলোড দিতে পারেন।
নিচে সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক দেওয়া হল ইচ্ছা হলে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন।

ডাউনলোড
Read More »

কেন উইন্ডোজের পরিবর্তে উবুন্টু চালাবেন


আমরা বাংলাদেশিরা কম্পিউটার অপারেটিং বলতে সাধারণত উইন্ডোজকেই চিনি। এছাড়াও আরও অনেক অপারেটিং সিস্টেম রয়েছে যার মধ্যে উবুন্টু অন্যতম।

উবুন্টু সম্পর্কে সাধারণ তথ্যঃ
উবুন্টু লিনাক্স কার্নেলের ভিত্তিতে তৈরি একটি কম্পিউটার অপারেটিং সিস্টেম। এছাড়াও এটি সার্ভার বা স্মার্টফোনের জন্যও ব্যাবহার করা হয়।

কেন আপনি উইন্ডোজের পরিবর্তে উবুন্টু ব্যাবহার করবেন তার জন্য আজকে আপনাদের সামনে ২৫ টি কারন তুলে ধরছি।
এগুলো হলঃ
১। উবুন্টু সম্পূর্ণ বিনামূল্যের অপারেটিং সিস্টেম। অপরদিকে অরিজিনাল উইন্ডোজের মূল্য ১৩,৫০০ টাকা। (আপনি পাইরেটেড উইন্ডোজ কিনতে পারেন তবে এটি বেআইনি এবং এতে উইন্ডোজের সকল সুবিধা পাবেননা।)
২। আপনাকে মাইক্রোসফট অফিসের মত কোন সফটওয়্যার কিনতে হবেনা (যার অরিজিনাল মূল্য ৮০০০ টাকা) । আপনি উবুন্টুতে তা একদম ফ্রী পাবেন তাও আবার অরিজিনাল সফটওয়্যার।
৩। আপনাকে উবুন্টু ব্যাবহারের জন্য আপনাকে দামি কোন হার্ডওয়্যার (হার্ডডিস্ক,র‍্যাম,প্রসেসর) কিনতে হবেনা। আপনি আপনার ডেস্কটপেই উবুন্টু খুব সাচ্ছন্দে চালাতে পারবেন।
৪। উবুন্টু উইন্ডোজের তুলনায় বেশী সাচ্ছন্দে চালানো যায়। উইন্ডোজ ৭ বা এর পুরনো ভার্সন থেকে বেশী ফাস্ট এবং বর্তমান ভার্সনগুলো থেকে তুলনামুলক ফাস্ট।
৫। উবুন্টু সম্পূর্ণ ভাইরাস ফ্রী, এতে ভাইরাস আক্রমন করতে পারেনা। এতে করে আপনাকে কোন অ্যান্টিভাইরাস কিনতে হবেনা এবং আরও কিছু টাকা সাশ্রয় হবে।
৬। যখন উবুন্টু ইন্সটল দিবেন তখন আপনার প্রয়োজনীয় সফটওয়্যার (অফিস, রিদমবক্স মিউজিক প্লেয়ার, ভিএলসি মিডিয়া প্লেয়ার ইত্যাদি) একইসাথে স্বয়ংক্রিয়ভাবে ইন্সটল হয়ে যাবে।
৭। আপনাকে উবুন্টুর কোন সমস্যা (বাগ) সমাধানের জন্য বছর খানেক সময় অপেক্ষা করতে হবেনা। আপনি সমস্যার কথা আপনি উবুন্টুর ব্লগে সরাসরি বলতে পারেন।
৮। আপনি আপডেট ম্যানেজারের মাধ্যমে নতুন ভার্সন আসার সাথে সাথে তা আপনার কম্পিউটারে আপডেট দিতে পারবেন।
৯। আপনাকে কোন পাইরেটেড সফটওয়্যার ব্যাবহার করতে হবেনা। আপনি উবুন্টু সফটওয়্যার ম্যানেজারের মাধ্যমে যেকোনো সফটওয়্যার/গেমস ফ্রীতে ইন্সটল করতে পারবেন।
১০। আপনাকে সফটওয়্যারের জন্য সারাদিন গুগলে সার্চ করতে হবেনা। আপনার জন্য আছে উবুন্টু সফটওয়্যার ম্যানেজার। যার মাধ্যমে আপনি সকল সফটওয়্যার ইন্সটল দিতে পারবেন।
১১। কম্পিউটার নট রেসপণ্ডিং হওয়ার কারণে আপনাকে বারবার রিস্টার্টের সম্মুখীন হতে হবে না। কেননা উবুন্টু এধরনের ঝামেলা মুক্ত।
১২। শতাধিকের উপরে ফ্রীতে গেম খেলতে পারবেন।
১৩। আপনার পিসি দিনকে দিন স্লো হবে না। যা আমরা সচরাচর উইন্ডোজে দেখে থাকি।
১৫। MSN, AIM, ICQ, Jabber, Gtalk, Yahoo এবং আরও অনেক কিছুই একটিমাত্র প্রোগ্রামের মাধ্যমে চালাতে পারবেন। আলাদা আলাদা সফটওয়্যারের দরকার হবেনা।
১৬। একসাথে অনেকগুলো উইন্ডো সহজে চালানোর জন্য ওয়ার্কস্পেস ব্যাবহার করতে পারবেন।
১৭। সহজেই আপনার পিসির থিম পরিবর্তন করতে পারবেন। এজন্য উবুন্টুর আছে শতাধিক থিমের ভাণ্ডার।
১৮। আপনি ফ্রীতে আপডেট দিতে পারবেন আপনার উবুন্টু ওএস যেখানে উইন্ডোজ টাকা নেয়।
১৯। প্রতি ছয় মাস পরপর নতুন ভার্সন আপডেট দিতে পারবেন ।
২০। স্বয়ংক্রিয়ভাবে সকল সফটওয়্যার আপডেট দিতে পারবেন। তবে এর জন্য আপনাকে আগে পারমিশন দিতে হবে।
২১। আপনি যেকোনো সময় উবুন্টু টুইকের মাধ্যমে ওয়ালপেপার এবং অন্যান্য সেটিংস পরিবর্তন করতে পারবেন।
২২। আপনাকে উবুন্টু কিনতে দোকানে যেতে হবেনা। আপনি ঘরে বসেই তা উবুন্টুর সাইট থেকে ডাউনলোড করতে পারবেন।
২৩। আপনি উবুন্টু ফোরামে যুক্ত হয়ে যেকোনো সময় আপনার কোন সমস্যা জানিয়ে তার সমাধান পাবেন।
২৪। উবুন্টু ইন্সটল করার সময় তা স্বয়ংক্রিয়ভাবে আপনার হার্ডওয়্যার ডিটেক্ট করে।
২৫। সবচেয়ে বড় কথা আপনার কম্পিউটারে কেউ আপনার অনুমতি ছাড়া কখনো কোন সফটওয়্যার ইন্সটল করতে পারবেনা। কেননা এটি সম্পূর্ণ ভাবে পাসওয়ার্ড প্রটেক্টেড।

এবার সিদ্ধান্ত নিন উইন্ডোজ চালাবেন নাকি উবুন্টু কে বেছে নিবেন।
Read More »

কিভাবে ব্লগারে একটি ফ্রী ডোমেইন সেট করবেন

আজকে আপনাদের জন্য যে পোস্টটি নিয়ে এসেছি তা নতুন ব্লগারদের জন্য বেশ উপকারি বলে আমি মনে করছি। এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনার ব্লগস্পট সাইটে সহজেই ফ্রী ডোমেইন (.tk .cf .ml .ga .gq)
গুলো যুক্ত করতে পারবেন।
চলুন শুরু করা যাকঃ

১। প্রথমে আপনি freenom.com এ সাইন আপ বা রেজিস্ট্রেশন করবেন।



২। এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে আপনার পছন্দমত একটি ডোমেইন রেজিস্ট্রেশন করবেন।



৩। মনে রাখবেন শুধু মাত্র ফ্রী ডোমেইন গুলো থেকে কোন একটি পছন্দ করবেন। এরপর চেকআউট এ ক্লিক করবেন। এখানে আমি sulovbdhelp.tk ডোমেইন সিলেক্ট করেছি।


৪। চেকআউটে ক্লিক নিচের মত পেজ আসবে। ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে আপনিও DNS ও Period সেট করে Continue এ ক্লিক করুন।


৫। এরপর ছবির মত আপনার সম্পূর্ণ তথ্য আসবে এবং টিক দিয়ে Continue Order এ ক্লিক করুন।


৬। অর্ডার কনফার্মের একটা মেসেজ পাবেন। এরপর Client Area তে ফিরে যাবেন।


৭। মাই ডোমেইন এ ক্লিক করুন।


৮। আপনার ডোমেইনটির ম্যানেজ ডোমেইন এ ক্লিক করুন। এখানে আমি sulovbdhelp.tk এর ম্যানেজ ডোমেইনে ক্লিক করেছি।


৯। নিচের মত একটি পেজ আসবে।


১০। নেমসার্ভার অপশন এ ক্লিক করুন।


১১। নেমসার্ভার ডিফল্ট রাখুন।


১২। নিচের মত করে DNS সেট করুন।


১৩। এরপর আপনার ব্লগার অ্যাকাউন্টে প্রবেশ করুন এবং নিচের মত সেটিংসে যান।


১৪। নিচের মত করে আপনার ডোমেইন সেট করুন।


১৫। সেভ দেয়ার পর নিচের মত দেখাবে। এখন নতুন আরেকটি DNS (CNAME) দিতে বলা হবে।


১৬। এখন নতুন যে DNS টি দিতে বলা হবে সেটি দিবেন।


১৭। তারপর সেটি ভেরিফাই করতে হবে। (ভেরিফাই করার লিঙ্ক ১৫ নং ছবির পেজে পাবেন)


১৮। Domain Name Provider এ Other এ ক্লিক করবেন। আর Verify Method এ Add a CNAME Record সিলেক্ট করবেন।


১৯। তাহলে নিচের মত পেজ আসবে। এখান থেকে CNAME Label ও Target কপি করুন।


২০। এবার DNS সেটিংসে ছবির মত করে সেভ করুন।


২১। এবার ভেরিফাই এ ক্লিক করলে নিচের মত ভেরিফাই হওয়ার মেসেজ আসবে।


২২। এবার ১৪ নং এর মত করে আবার ডোমেইন সেটআপ দিন। সেটআপ শেষ হলে এমন দেখাবে।


২৩। এবার ডোমেইনের সম্পাদনায় ক্লিক করুন এবং নিচের মত করে টিক দিয়ে সেভ করে বেরিয়ে আসুন।


২৪। কিছুক্ষণ পর আপনার ডোমেইন লিঙ্কে ব্রাউজ করলে দেখবেন আপনার ডোমেইনটি সঠিকভাবে সেট করা সম্পন্ন হয়েছে।

একইভাবে অন্যান্য ফ্রী ডোমেইন (.tk .cf .ml .ga .gq) গুলোও আপনি সহজেই সেট করতে পারবেন।
আশা করি আপনি পুরো প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন। কোন সমস্যা হলে কমেন্ট করুন। ধন্যবাদ।


Read More »

ডাউনলোড করে নিন প্রায় ৪৫০০ টাকা মূল্যের প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম একদম ফ্রিতে!!!

Sahifa premium wordpress theme for free
অনেকেই ওয়ার্ডপ্রেসের জন্য একটা ভালো ও প্রিমিয়াম থিম চাচ্ছেন কিন্তু দামের কারণে বা অন্য কোন কারণে নিতে পারছেননা। তাদের জন্য নিয়ে এলাম একটা দারুণ ওয়ার্ডপ্রেস থিম যা ব্যবহার করে অনায়াসে ব্লগ বা ম্যাগাজিন ওয়েবসাইট বানাতে পারবেন।

বিস্তারিতঃ
নামঃ Sahifa
অরিজিনাল দামঃ ৫৮ ডলার
তৈরি করেছেনঃTieLabs
মোট বিক্রি হয়েছেঃ ১৩০০০+ বার
কলাম সংখাঃ ২

আপনি থিমটি থি্মফরেস্ট থেকে কিনতেও পারবেন। 

বৈশিষ্ট্যঃ
১। রেটিনা রেডি।
২। ও-কমার্স রেডি।
৩। বিবিপ্রেস রেডি।
৪। কন্ট্রোল প্যানেল।
৫। সর্টকার্ট আছে।
৬। ফটো গ্যালারি আছে।
৭। লোড টাইম কম।

Read More »

ডাউনলোড করুন কয়েকটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড লঞ্চার

ডাউনলোড করুন অ্যান্ড্রয়েডের কয়েকটি জনপ্রিয় পেইড লঞ্চার একদম ফ্রিতে।

১। Next Launcher 3D Shell
Next Launcher 3D Shell


     গুগল প্লে স্টোরে দামঃ ১৬.৯৯ ডলার
     রেটিংঃ ৪.৫


২। Nova Launcher Prime
Nova Launcher Prime

     গুগল প্লে স্টোরে দামঃ ৪.৯৯ ডলার
     রেটিংঃ ৪.৮


৩। Apex Launcher Pro

Apex Launcher ProApex Launcher Pro

     গুগল প্লে স্টোরে দামঃ ৩.৯৯ ডলার
     রেটিংঃ ৪.৫

৪। Smart Launcher Pro 3
Smart Launcher Pro 3


     গুগল প্লে স্টোরে দামঃ ৩.৯২ ডলার
     রেটিংঃ ৪.৫

৫। Launcher 8 Pro

LAUNCHER 8 PRO

     গুগল প্লে স্টোরে দামঃ ৪.৯৯ ডলার
     রেটিংঃ ৪.৩

Read More »

১২ ডলারে বিক্রি হয়েছিল গুগল ডট কম



অবাক শুনালেও আপনি ঠিকই পরেছেন গুগল ডট বিক্রি হয়ে গিয়েছিল মাত্র ১২ ডলারে। সান্মায় ভেদ নামে বাবসন ইউনিভার্সিটির এক ছাত্র লিঙ্কড ইন এ তার পোস্টে এ খবর প্রকাশ করে।

সান্মায় ভেদ জানায় সে গুগল ডোমেইন এ ডোমেইন এর নাম লিখে সার্চ দিচ্ছিলেন। তিনি গুগল ডট কম লিখে সার্চ দিলে তা এভেইলএবল দেখায় এবং তিনি সাধারন ভাবেই ডোমেইনটি কিনে নেন। এরপর তিনি ওয়েব দুনিয়ার এক নম্বর সার্চ ইঞ্জিন গুগলের ডোমেইনটির মালিক হয়ে যান!!!

গুগল ডোমেইন তার জন্য তার ক্রেডিট কার্ড থেকে ১২ ডলার কেটে নেয়। এরপর গুগল ওয়েবমাস্টার টুলস এ নোটিফিকেশান আসে যে তিনি ডোমেইনটির মালিকানা পেয়েছেন। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই গুগল ডোমেইন থেকে তাকে আরেকটি ইমেইল পাঠানো হয় যাতে তাকে ডোমেইনটির মালিকানা প্রত্যাহার করার জন্য বলা হয়।

ডোমেইনটি গুগলের হওয়া সত্ত্বেও তা ভেদ কিনে নিতে সম্ভব হন এবং খুব দ্রুত গুগলও তা পুনরুদ্ধার করে। এর আগেও ২০০৩ সালে এরকম একটি ঘটনা ঘটেছিল টেক জায়ান্ট মাইক্রোসফট এর সাথে। তবে সেবার তারা তাদের ইমেইল ডোমেইন হটমেইল ডট কো ডট ইউকে কে এত তাড়াতাড়ি ফিরে পেতে পারেনি।

ভেদ জানান তিনি এর মাধ্যমে  গুগলকে তাদের সিকিউরিটি সম্পর্কে আরও সচেতন হওয়ার আভাস দেন।

ভেদ বর্তমানে বাবসন ইউনিভার্সিটিটে এমবিএ করছেন। এছাড়াও তিনি ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত লিঙ্কড ইন এর মাধ্যমে গুগলের জন্য কাজ করেছেন।

যদিও গুগলের মত সাইট গুলো তাদের ডোমেইন কে অটো রিনিউ দিয়ে থাকে। তারপরেও এধরনের সমস্যা হওয়াটা খুবই অস্বাভাবিক ও বিপদজনক।
Read More »

ব্লগার টেমপ্লেট থেকে রিমুভ করুন ক্রেডিট লিঙ্ক

অনেকেই বিভিন্ন সময়ে ব্লগে লেখালেখি করতে চাইলে প্রথমে ব্লগারকে তাদের প্লাটফরম হিসেবে পছন্দ করে। কিন্তু ব্লগারের সমস্যা হলো তাদের ডিফল্ট টেমপ্লেট গুলো সাধারণত বেশীরভাগ ব্যবহারকারী পছন্দ করেন না। এজন্য তারা কাস্টম টেমপ্লেট ব্যবহার করতে পছন্দ করে। কিন্তু কাস্টম টেমপ্লেটের মধ্যে পেইড টেমপ্লেট গুলো অনেকে প্রথম অবস্থায় কিনতে চায় না আবার অনেকের ক্রেডিট কার্ড বা অন্যান্য ইন্টারন্যাশনাল ট্রান্সজেকশন ব্যবস্থা না থাকায় থিমফরেস্ট,টেমপ্লেটিজম সহ বিভিন্ন সাইট থেকে টেমপ্লেট কিনতে পারেনা। ফলে তাদের ফ্রি টেমপ্লেটের উপর নির্ভরশীল হতে হয়। কিন্তু ফ্রি টেমপ্লেটে বিভিন্ন ক্রেডিট লিঙ্ক দেওয়া থাকে যা অনেক ব্লগারের কাছে অস্বস্তিকর। তারা অনেকেই টেমপ্লেট থেকে ক্রেডিট লিঙ্ক রিমুভ করতে চাইলেও তা করতে পারেনা কেননা ক্রেডিট লিঙ্ক গুলো জাভাস্ক্রিপটের মাধ্যমে টেমপ্লেটে এমনভাবে লিঙ্ক করা থাকে যে যদি ক্রেডিট লিঙ্ক রিমুভ করা হয় তাহলে কোনো ভিজিটর ঐ ব্লগ সাইটটিতে প্রবেশ করলে তা রিডাইরেক্ট হয়ে ক্রেডিট লিঙ্কের সাইটে চলে যায়।

এখন আমি আপনাদের এমন একটা পদ্ধতি সম্পর্কে জানাতে যাচ্ছি যা ব্যবহার করলে সাপও মরবে আবার লাঠিও ভাঙবেনা অর্থাৎ সাইটে ক্রেডিট লিঙ্ক দেখাও যাবেনা আবার আপনার সাইটও রিডাইরেক্ট হবেনা।

চলুন দেখে নিই এজন্য আপনাকে যা যা করতে হবেঃ

১. প্রথমে আপনার ব্লগার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তারপর আপনাকে টেমপ্লেট অপশনে ক্লিক করতে হবে। তারপর টেমপ্লেটেরর পেজ ওপেন হলে এডিট এইচটিএমএল এ ক্লিক করতে হবে।

২. এখন আপনি আপনার টেমপ্লেটের কোড গুলো দেখতে পাবেন। এখান থেকে আপনার ক্রেডিট লিঙ্কটি খুজে বের করুন। এজন্য কীবোর্ডে Ctlr+F বাটন প্রেস করুন এবং সার্চ বক্সে ক্রেডিট লিঙ্কটির নাম লিখে এন্টার চাপুন।
তাহলে আপনি আপনার ক্রেডিট লিঙ্ক পেয়ে যাবেন।

৩. এবার দেখুন ক্রেডিট লিঙ্কটি <a href="http://domain.com" id="credit">Domain.Com</a> এরকম ভাবে লেখা আছে। এখন আপনি id="credit" এর পরে style="visibility:hidden" লিখুন এবং টেমপ্লেট সেভ করে বের হয়ে আসুন।

৪. এবার আপনার ব্লগে যেয়ে দেখুন ক্রেডিট লিঙ্কটি আর নেই।

প্রথম অবস্থায় আপনারা এই কাজটি করতে পারেন। তবে সময় এবং জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে অবশ্যই পেইড টেমপ্লেট ব্যবহার করবেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।

Read More »

ইন্টারনেট ডট অর্গ এখন ফ্রিবেসিকস

সারা পৃথিবীতে ফ্রি ইন্টারনেট সুবিধা পৌছে দেয়ার লক্ষ্য নিয়ে ফেসবুকের  ইন্টারনেট ডট অর্গ যাত্রা শুরু করে। আর তারই ধারাবাহিকতায় এবার আরো ভালোভাবে সাজানো হয়েছে ফ্রি ইন্টারনেটের ওয়েবসাইটটিকে। এখন ইন্টারনেট ডট অর্গ নয় ফ্রিবেসিকস ডট কম নামে চলছে ফেসবুকের এই কার্যক্রম। শুধুমাত্র নাম পরিবর্তনেই থেমে থাকেনি তারা। নাম ছাড়াও তাদের সেবার ক্ষেত্রেও পরিবর্তন এনেছে ফ্রিবেসিকস। আগের সাইট গুলোর সাথে নতুন ভাবে আরো ১২ টি ওয়েবসাইট যুক্ত হয়েছে এখানে। এরমধ্যে বিশ্বের ১ নম্বর সার্চ ইঞ্জিন গুগল এবং বিবিসি নিউজ ও রয়েছে। এছাড়াও রয়েছে bd24live.com, Dictionary.com, iLearn, Money Matters, Smart Business, Smart Woman, কৃষি বিষয়ক Tambero.com, Thesaurus, World Reader এবং আর নয় ম্যালেরিয়া।

নতুন সাইট গুলো ব্যবহার করতে হলে ওয়েবসাইটের নিচে আরো পরিসেবা যুক্ত করুন আর অ্যাপসে অপশন (তিনটি ডট দেয়া বাটন) থেকে আরো পরিসেবা যুক্ত করুন এ ক্লিক করতে হবে। আর পছন্দমত ওয়েবসাইট মূলপাতায় যুক্ত করে ব্যবহার করতে পারবেন।

তবে নতুন যে সেবা গুলো যুক্ত করা হয়েছে তা দিনে একবারের বেশি ব্যবহার করা যাবেনা। আর এছাড়া আর তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি ফ্রিবেসিকস এ।
উল্লেখ্য বাংলাদেশে শুধুমাত্র রবি সিম ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন।

Read More »